জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

আমিনুল ইসলাম


ছায়ার রূপকথা

অলৌকিক ছায়া থেকে টুকরো টুকরো ছায়া গুলো দিকবিদিকে ছড়িয়ে গেলে সূর্য দয় ঘটে। চারিদিকে আলোর বিচ্ছুরণে একটা আস্ত সকাল পৃথিবীর সব গোপনতা মলিন করে দেয়। আমরা হরপ্পার সভ্যতা ছেড়ে বর্তমানের রাজনৈতিক দিনযাপনে অভ্যস্থ হয়ে উঠি।ভুত ও ভবিষ্যতের সার্বভৌমত্বে শিশুগুলো জল ছবির মতই ব্যাস্ত রাজপথে খেলা করে। যেন কোন অশরিরি কুচক্রী আত্মার প্রভাবে পৃথিবীর উলটপুরান। পাণ্ডুলিপিরা যৌনতা হারিয়ে হিংস্র, ব্যভিচারী রাজার শরণাগত ।
সহস্র সূর্যালোকের ক্রমাগত পতনে দেবশিশু কি জন্ম নেবে আজ! 
আমাদের আঙনবারির মিঠু দিদিমণি গান শেখায়।
দেবশিশুগণ গান করে, অপ্সরাগণ সুরের তালে কোমর নাচায়। তুমিতো চির সুন্দর, সত্য তুমিই শিব।।

এস আজ অশরিরি আত্মার আলিঙ্গনে সমকামে লিপ্ত  হই। হাজার বছর না, সহস্র শতাব্দী না, সূর্যের পিছনের দিকে সহস্র সৌরবর্ষের অন্তরালে ডুবে যাই, চলো নগ্ন হই অসীম অন্ধকারের দৌরাত্ম্যে দুরত্ব বারিয়ে নিই দুই বিন্দুর বিষুবরেখা ।।






No comments:

Post a Comment