জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

কাব্যগ্রন্থ -পেখমবাড়ি: নবকুমার পোদ্দার

অয়ন মণ্ডল


বইমেলায় কিছু বই সংগ্রহ করেছি, তার মধ্যে কবি নব কুমার পোদ্দার এর একটি কাব্যগ্রন্থও আছে। যাইহোক কিছু লিখতে ইচ্ছে করছে বলে সকাল সকাল স্নান টান করে এসে এই ফোন নিয়ে বসেছি। রোজকার মতো ঘুম থেকে উঠে আমার চায়ে চুমুক দেওয়ার অভ্যেস নেই, কোনো না কোনো নতুন বইয়ের নতুন শব্দের সাথে নিজেকে পরিচয় ঘটানো এযেন আমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে, আজও তার ব্যতিক্রম হয়নি। তবে এতদিন যে মানুষটাকে কবির থেকে বেশি কবিতাপাঠক হিসাবে জানতাম তার দ্বিতীয় কাব্যগ্রন্থের প্রথম কবিতা "ভোর"দিয়ে আমার সকাল হল। কবিতাটি পড়ে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ব্যক্তি নবকুমার পোদ্দার আর কবি নবকুমার পোদ্দার দুটি ভিন্ন মানুষ। কবিকে দাদা সম্বোধন করেই বাকিটা এগোই। "ভোর"কবিতায় নবদা লিখছে-'ভোর আর ভোরের গৃহে একই রকম তরঙ্গ সাধনা, সমুদ্র স্থির 'সত্যি পাঠককে নীরব করে দেয় এমন কবিতা। "কবিতা" নামের কবিতাটিতে নবদা কবিতাকে সাহসী বলছে। যে কাউকে ভয় পায়না, এমনকি সে সুন্দর এবং আরামের। এবং শেষ দুটি লাইন সত্যি ভাবায় 'আমাকে এখনই একখানা,ডাকাতি করার কবিতা লিখে দে'। অসাধারণ একটি কবিতা "পরমকন্যা"।বারবার পড়লেও যার শব্দের কোঠরে জং ধরে না। "আপনি আমাকে আমাকে করেই" বইয়ের সেরা কবিতা আমার কাছে এটাই। পাঠক ভাবানো এবং কবিকে স্মরণ করানোর মতো একটি কবিতা। "কান্না","পেখমবাড়ি","অ্যাট দ্য রেট অফ প্রোফাইল পিকচার",নিখুঁত বুননে কবিতাগুলো সেজে ওঠেছে। "সায়ন্তন ও বিশ্বাস"অদ্ভুত সুন্দর একটি কবিতা, যার শেষ কয়েকটি লাইন-'অনেক দিনের পর সায়ন্তনকে দেখে মনে হল, বিশ্বাস আসলে নোনা জলের ফেনা, কেউ কখনও তাকে দেখে না !' "প্রিয়জন" এই কবিতাটি আমার অন্যতম প্রিয় একটি কবিতা। এমন কবিতার কাছে চুপটি করে বসে থাকতে ইচ্ছে করে। "একটি গল্প কিংবা প্রেম","বাঁশির মতো অনন্ত","ভৌগোলিক","হাঁটাচলা",এবং "সোয়েটার",ভালো লাগার মতো কবিতা। আমার তো ভালো লেগেছে এবং কবির প্রতি আস্থা আরও বেড়ে গেছে। প্রথম এবং দ্বিতীয় দুটো কাব্যগ্রন্থই আমার সংগ্রহে রেখেছি। মন ভালো করার মতো কবিতা পড়তে মন তো সর্বদাই ছটফট করে

আর অবশ্যই বলবো প্রচ্ছদ :পার্থপ্রতিম দাস

প্রকাশক -অভিযান পাবলিশার্স

খুব সুন্দর একটি কাব্যগ্রন্থ সংগ্রহে রাখা যায়।




No comments:

Post a Comment