জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

বিশ্বজিৎ দাস


১A-চন্দ্র ২A-পক্ষ

জিরো বললে শূন্যটাকে সীমাহীন হয়
মেঘমেদুরে জীবন নিলাম আর নয়

১A-চন্দ্র
চন্দ্রবাবু আগে হলেন চাঁদসদাগর
এখন তিনিই সাপ্তাহিক রিপোর্টার

২A-পক্ষ
পক্ষ বিপক্ষ কাব্য লড়াই কবিগানে
কবি এখন সেলফিতে আর অভিমানে

 ৩A-নেত্র
নেতানেত্রীরা চোখ খোঁজেন হাসপাতালে
আমি কি আর শৈব হলাম; কোনো কালে!

৪A-বেদ
বুদ্ধ যে ছিলেন জীবের জিভের ত্রাতা
বেদ মানেই বাঙালি? মানে সব-জান্তা?

৫A-পঞ্চবাণ
বাণ বলো আর বর্শা বলো, সূচালোই
হার্টের রোগের মতো অস্ত্র; বিকল্প নেই

৬A-ঋতু
ঋতুস্রাব হলে রাস্তা কেমন লালসা
আমরা হলাম কাপুরুষ; 'আহা খাসা!'

৭A-সমুদ্র
নদীটির নাম পাখি, তোমার প্রণয়ে
সমুদ্র ছিল একাই; ভাঙন হৃদয়ে

৮A-অষ্টবসু
বসু বলতে দেশ, পাবলিক বলতে লুট
সঙ্গদোষে রঙিন; রঙ্গভরা মুকুট!

৯A-নবগ্রহ
উপরওয়ালা কবজ তাবিজ সব
এখনো মানুষ বুজরুকিতে তোলে রব

১০A-এর দিক দশ
এদিক ওদিক ঘুরে দেখো তত্ত্বগুলো


ডানায় ডানায় কাব্যগীতি শেষ হল!






No comments:

Post a Comment