জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

নান্নু রেহমান


অনিশ্চিত ভবিষ্যৎ
                    
অভিমানে আকাশ  ও ফেলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিজল
বিদায় বেলায় প্রিয়ার চোখে চিক চিক করে অশ্রুজল
তবুও কষ্ট চাপা দিয়ে নতুন অনাগত স্বপ্ন জিইয়ে রাখা
আনমনে কাব্যিক স্বপ্ন আঁকা
ফুটপাতে বসে থাকা ভাগ্য-গণক হাতের তালু দেখে
নিশ্চিত বলে দেয় ভাগ্য রেখার অগ্রিম ফলাফল
কখনও নির্ভুলভাবে মিলাতে পারে না 
শুধু নিজ ভাগ্যের যোগফল
খাঁচাবন্দী ময়না পাখি একঘেয়ে স্বরে 
বলতে থাকে  ভাগ্যের অ আ ক খ
ভাগ্য আমাদের জুয়া খেলার চলমান ঘূর্ণিবল
আশায় আশায় জীবনের সাথে করে প্রতিনিয়ত ছল
অনিশ্চিত জীবন!তবুও মোহগ্রস্থ সুনিশ্চিত ভবিষ্যৎ---





No comments:

Post a Comment