জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

মহ.ওলিউল ইসলাম


চিদাত্মার খোঁজে


অনেকগুলো নিদ্রাহীন রাত  যখন দল বেঁধে আসে 
কিছু বিলুপ্তপ্রায় প্রজাতি নিঃশ্বাসের বহর মেপে নেয়।  
আত্মবিশ্বাস জন্ম দেয় একটি নতুন ঈশ্বরের ।
বৃদ্ধ পৃথিবীর দশ দিকে হাজার হাজার কারাগার 
দরজা খোলা অবস্থায় ।
বন্দি- মুক্তি খেলা চলতে থাকে নতুন,-- প্রাচীনে।

সর্বহারার দল যখন  উচ্চাঙ্গ সঙ্গীতে মত্ত ।
ধার করা আইনের বইয়ে তখন শুষ্ক ধোলাই চলে ।
বেশুমার অভিমানে জন্ম নেয় একটি ক্ষুদ্র পৃথিবী 
যেখানে নতুন ঈশ্বরের ঠিকানা এখনও পর্যন্ত গোপন ।





No comments:

Post a Comment