জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

শিবশংকর পাল



শিকার

কাল রাতে ডায়রির পাতা থেকে একটা বেড়াল সারা গায়ে গন্ধের বর্ণ মেখে লাফিয়ে নেমে গেলো মেঝেতে । ঘরময় দাপিয়ে বেড়ানোর পর টুক করে ঢুকে গেলো টিভির ভেতরে। মুখ বাড়িয়ে জল খেতে গিয়ে দেখি গ্লাস থেকে লাল রঙের মাছ সাঁতরে উঠে আসছে আমার ফাউন্টেন পেনের গর্ভে । এবং ফের ঢুকে যাচ্ছে সাবানের বুদ্বুদের মধ্যে । কদমছাঁট বুদ্বুদ খাবি খেতে খেতে আশ্রয় নেয় কণ্ডোমে । এই দৃশ্য দেখে বারান্দার একটা বনসাই বাড়িয়ে দিলো তার ডালপালা । মাছ ফুরুত করে উড়ে চলে গেলো ইহজগতের মহান দূরত্বে । কফির কাপ ঠাণ্ডা মেরে যাওয়ায় সেলিব্রিটি নায়িকা ছোঁ মেরে বেড়াল কোলে তুলে নিয়ে চলে গেলো গোসাখানায় আমার তখন ধুম জ্বর । মাথার উপর স্বপ্নের তন্তুগুলো মাকু ছিঁড়ে মাথার উপর পাক খেতে লাগল । স্বপ্নের গুড়ো ঝরে পড়বে বলে আমি বাসি খবরের কাগজ পেতে দিলাম। দেখলাম স্বপ্নগুলো পুরিয়া হয়ে চলে গেলো শহরের অভিজাত শপিংমলে। 






1 comment: