জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

নাসির ওয়াদেন

      
বেঁচে থাকার গল্প 

     
বৃত্তকে ছুঁয়ে দাও হে আমার ঈশ্বর 
ইবলিশ কোথা থেকে ঈশ্বর হতে যাবে 
অশ্রদ্ধার ভাপাচারা এই বঞ্চিত হৃদয়ে 
রোপন যতই করো নিশি নেমে আসে না 

হতভাগা ব্যঞ্জনার মহাসাগরে ফুটে ওঠে 

আশ্চর্য প্রতীক রহস্যেমাখা তাচ্ছিল্য তির 
দুদিকে দুটো পথ চলে কথা বুনে বুনে •••

ঝুলন্ত স্রোত

সাগর নদীর সহবাস বোঝে---

সবাই বোঝে মনের অবুজ ভালবাসার কথা 

সত্য-মিথ্যে ঠোকাঠুকি, তবু মিথ্যে নিয়ে বাঁচা 




                 

          সবুজ বিনোদনের মাঠে  


নিরুদ্দেশ মাঝে মাঝে আসে জল দিতে 
আমাদের ভাঙাচোরা  বাগানে 
স্নিগ্ধ আলোর জাল পেতে বিলাস 
ধরে শুধু বিশ্বাস আর স্বীকৃতি 

বিকেলের ভাঙাফাটা চাঁদ এসে 

ঢোকে শোবার ঘরে, আড়ি পাতে 
ঘাপটি মেরে মুখ লুকিয়ে সেখানেই---

উদাসী মনপাখি প্রাসঙ্গিকতা খোঁজে 

সবুজ বিনোদনের মাঠে 

নিরুদ্দেশ মাঝে মাঝে উদ্দেশ্য নিয়ে হাজির 






No comments:

Post a Comment