জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

কৃষ্ণেন্দু দাসঠাকুর


থমকে যাওয়া সময়ে


১)  সময়গুলোকে, এক-একটা বারুদের রকমারী মেকাপ চুষে নিচ্ছে

২)  পিতলের ঘটি মাজা বিকেলগুলো ক্রমশ ঢুকে যাচ্ছে অর্ন্তজালে

৩)  মাথার মধ্যে জমানো মেঘ না ডাকা সাপের ডিম, তৈরী করে ন'মাসের প্রসূতির রিপোর্ট দিয়ে চটকানো সকাল

৪)  গর্বের সঙ্গে বলো...।আমি তো বলিই।তবু আজ জানানোর দায়িত্বে ওরা

৫)  পোস্টমর্টেম ঘরের সামনে ঝুলন্ত হ্যাঙারে পয়েন্টিং স্ট্রেচারে আমার জীবন্ত লাশটা।অপারেশন থিয়েটারে সাদা কাপড়ে ঢাকা বরুণ বিশ্বাস



           মুখোমুখি আমি...। হাতের উপর সবুজ দাগ কেটে যাওয়া সে হাত।রিনরিনে শব্দে... পাশে দাঁড়িয়ে থেমে যাওয়া বিবর্ণ একটুকরো স্রোত




No comments:

Post a Comment