জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

পল্লব কর্মকার


 



 ঘর
           
কে বলেছে আমার নিজের কোনো ঘর নেই!
আমার কল্পনায় দাঁড়িয়ে
ভাবনা ইঁট আবেগ সিমেন্ট চোখের বালি দিয়ে তৈরী
হ্যাঁ ওটা আমার বিলাসমহল।
সেখানে দেওয়ালে আছে একটা আয়না,
ঠিক আমার বাবার মতো;  আমার অহংকার, ত্রুটি গুলো
চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়,
আমায় সুসজ্জিত করে।
আর একটা ফাঁকা বাক্স আছে,
ঠিক আমার মায়ের মতো;
রাগ, অভিমান, যন্ত্রনা, কষ্ট সব যতই রাখি জমা
তবু বাক্স পূর্ণ হবেনা।
আর একটা রংচটা আলমারি আছে,
ঠিক আমার পিসির মতো;
স্মৃতিতে জর্জরিত
না যায় রাখা না যায় ফেলা।
আর আছে পায়া ভাঙা একটা আরামকেদারা,
ঠিক আমার ঠাম্মার মতো।
কে বলেছে আমার ঘর নেই?
আমার কল্পনায় আমার বিশাল প্যালেস।
সেখানে টাঙানো তেলচিটে পর্দা গুলো
আবছা ঘোমটায় পৃথক করে রাখে পৃথিবী থেকে-
আমাকে;
জানালার কাঁচের এত ক্ষমতা যে
একটা সূর্যের করে দেয় একশো খন্ড।
সেখানে প্রিয়া অপেক্ষার জাল বোনে
জানালার অধৈর্য গ্রিলে,
সন্ধ্যায় যদি খালি হাতে ফিরি
তবু তাদের মুখে নেই কোনো আকাঙ্খার লেস,
আমায় দেখে তারা স্নিগ্ধ হাসি হাসে
আর আমি মরে যাই।
কে বলে আমি ঘরছাড়া?
কল্পনায় আমার একটা ঘর আছে।





আগুন

একটা ধোঁয়া ঘোরাফেরা করছে,
শীতের বীর্য ধোঁয়াশা করে তাকে ঠেলে দিলে,
প্রকৃতি মায়ের জরায়ুতে।
তারপর এক চিঙ্গারির জন্ম হল।
এককোষী চিঙ্গারি।
অদ্ভুত তা ধীরে ধীরে বাড়ছে,
মা কষ্ঠের জ্বালানি শুষে।
হঠাৎ, আগুনের গোলটি ফোঁস করে উঠলো,
গর্ভ জলের ছোঁয়ায়।
নড়েচড়ে বসলো অগ্নিপিন্ড।
এবার গোগ্রাসে গিলেই চললো,মায়া আচ্ছাদিত অদম্য আগুনটি।
তারপর একদিন ফুল হাতে নিয়ে দাবানল রূপে
ছড়িয়ে পড়লো দুনিয়ায়।
একি, আগুনের ভিতরেও ও কিসের আগুন?
কামনার আগুন!
দাবানলও বাঁধলে ঘর, ভ্রাম্যমান ভালোবাসার খাতিরে।
তার আগুন জলকে করলো বাষ্প,
বাষ্প থেকে বীর্যধোঁয়াশা,
ভেসে রইলো ভার্জিন জঙ্গলের খাঁজেভাঁজে,
লেগে রইলো কোমল বৃক্ষের ডালে ডালে।
তারপর যখন জ্বালানি এলো ফুরিয়ে
ধুঁকে ধুঁকে বুঝি আগুনেরও চিতায় চড়ার সময় এলো!
'আজ সে ছাই হয়ে ঘরদোরে ছড়ায় কালি।'
কার্বন মনোক্সাইডের দীর্ঘশ্বাস ছেড়ে, ধোঁয়া আবার ধোঁয়া হয়ে গেল।
এল এক নতুন ফুলকি, দাবানল হতে।
ধোঁয়া আগুন ছাই ধোঁয়া-
চক্রের চাকায় সময় দেয় তেল।
শুধু এই যা,সে চক্র চোখে দেখা যায়না!




No comments:

Post a Comment