জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

রুমেলা দাস


প্রতিকৃতি

আরো একবার
মেরুদন্ড সোজা হয়েছিল
নির্ঘুম স্বপ্নে ভেসে গেছিলো
অপরাধের আজন্ম দহন।

আরো একবার
মৃত্যু সমাকীর্ণ;
রাতপুকুরে জ্বলজ্বল করেছিলো
সবকটি তারা
শতাব্দী জুড়ে
জীবনের আকস্মিক নিবিড়তা-

আরো একবার 
আমি নির্বাক থাকি
চুপ-কথাদের সাথে
ছবি হয় যত শৈশবের বৃত্ত।

আরো একবার
আঁধার গায়ে ভয়ঙ্কর জ্বর
বিষের পর্দা কাটে
প্রত্যাশার মুঠো,
শরীর শুষে আয়না চাদরে
ফিরে আসে


নক্ষত্র জন্মের পালক।।



No comments:

Post a Comment