জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

মাধবী দাস



বসন্ত ও একটি দাম্পত্যপ্রেম
 

কম্প্রোমাইজ- স্যাক্রিফাইস-আণ্ডারস্ট্যান্ডিং দিয়ে বাহ্যিক ভাবে সংসারটাকে সাজিয়ে রাখলেও হাঁফিয়ে উঠেছিল সুমন্ত। ক্লান্তিকর মুহূর্তে ফেসবুকে পরিচয় হয় দেবস্মিতার সঙ্গে। বন্ধুত্ব বাঁধনছাড়া হয়ে উঠছে বুঝে সুমন্ত অনেকবার মনে করিয়ে দিয়েছে দুজনেরই সংসার, ছেলেপুলে রয়েছে। কোনো কথাই শোনেনি দেবস্মিতা। দিনেদিনে সমস্ত দায়বদ্ধতাকে পাশ কাটিয়ে সংযম হারিয়ে ফেলে দুজনেই। নিশ্বাসপ্রশ্বাসে বিশ্বাসের ঝড় বইতে শুরু করে। শয়নেস্বপনে দুজনে দুজনের খুব কাছের মানুষ হয়ে ওঠে। এক আলোকবর্ষ দূরত্ব সমস্ত ইচ্ছেগুলোতে একটা করে হসন্ত চিহ্ন বসিয়ে অকাল বসন্তে দাপাদাপি, ঝাঁপাঝাঁপিকে খুল্লামখুল্লা করত দিচ্ছেনা কিছুতেই। শেষমেশ দেবস্মিতার ইচ্ছেতে সাড়া দিয়ে সুমন্তও ঠিক করল দেখা হওয়াটা জরুরি। নির্ধারিত দিনক্ষণে দেখা হতেই আকাশ ভেঙে পড়ল দুজনের মাথায়। কে সুমন্ত আর কে দেবস্মিতা? কিন্তু আর সময় নষ্ট নয়। রাগ-অভিমানের হিসেবনিকেশ নয়। " ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত "...আজ কেবল ফুরফুরে ঝুরঝুরে আবেগ নিয়ে প্রেমে গড়াগড়ি খেয়ে দাম্পত্যের দাম্ভিকতা,একঘেয়েমি উড়িয়ে দেবার লগন। 





1 comment: