জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

অরণ্যচারী সন্ন্যাসী




শাবানা

পতমের সুতো বেয়ে উঠে যাও নীলিমা ছুঁতে
তিলফুল ছুঁয়ে ছুঁয়ে হয়ে যাও মৌমাছি।
হাতঘড়ি টিকটিক বুকের স্পন্দনে
নিয়ম করে জোয়ার আনো নদীতে
আঙুলের ইশারায়।

বকরির পায়ে নেচে যায় চরের বালু
তুড়িতে ছোটে তুবড়ি মূক জলের মুখে।
আর সব বেঁধে দিয়ে গাঙশালিকের পায়
বিকেল বন্দি রেখে গল্প শোনাও অবিরত!

বেহুলার মতো ভেসে যাও
ভাসিয়ে হাজার বছরের সাপে-কাটা হাড়;
তুমি চরে যাও
চরিয়ে যাও চিরন্তন সভ্যতা আমাদের।

কয়লার নির্মোক দেহে চন্দনের আল্পনা
কাঁচামাটির ঘ্রাণ তোমার গায়ে।
পিপড়ের বাসা নিয়ে চোখে,
পলিমাটি গালে মাখো মেঘক্রিম।

শাবানা
এইসব দিনরাতে আলো অন্ধকারে
জিইয়ে রেখো তোমাকে, তোমাদের।
আর এই বনেদী সভ্যতার বুকে
অবলীলায় চেলে যাও ষোলপাতির ঘুটি।





No comments:

Post a Comment