জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ঋতুপর্ণা ব‍্যানার্জী

                  

দুপুরের পাঁচালী


ভ্যাপসা গুমোটে গাঁথা গ্রীষ্মের চিরন্তনী
মলিন বিবর্ণ শোক,ব্যর্থ অনুনয়
যেতে হবে তবুও।
নিঃস্রাবী ঘামে ভেজা
ঝিম্ ধরা মধ্যদিন যেন গরমের অবাঞ্ছিত লতা
পা চেপে ধরে
পথ আটকায়
উইন্ডস্ক্রীণ এ ঝাঁপিয়ে পড়া বৃষ্টিবিন্দুর মতোই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে দেহচর্যার বৈপরীত্যে

নির্বাক পথ আদিগন্ত শুয়ে থাকে কাঁদার মতো করে পথের পাঁচালী গেয়ে,
একা এক ফেরিওলা
হেঁকে যায় যন্ত্রণা ফেরি করে।
আকাশ স্টেশনের মাঝামাঝি থমকে যাওয়া লালগোলার তপ্ত সোহাগে
সারি সারি রাতজাগা স্বপ্নেরা ভীড় করে থাকে
চেতনায় জেগে ওঠে
লাল বটফল শুশনীর বনে
তিৎপল্লার গোপন লতানে অভিসার চলে ধূসর পাতার সাথে!
চোখের আঙিনা জুড়ে দূরে রেলগাড়ি
স্মৃতির স্মরণসভায় অতীতের গাঁথা গায়
ইতিহাসের পাতা থেকে উঠে আসে মিশরের বিবর্ণ মমীর বিচিত্র চিত্র
সময় শাসন করে
নিথর শবেরা জাগে
ওপারের গাঢ় নীলে
সবুজের আভরণ
এপারের নিঃশ্বাসে
যান্ত্রিক উচাটন
বুড়ো দেবদারু তলে  এক হাক্লান্ত যুবক বিড়বিড় করে আপন খেয়ালে
একাকী নির্জনে
প্রাণহীনপ্রাণ
খোঁজে দুটি হাত বাড়িয়ে
দুপুরের নিস্পন্দ প্রাণে স্পন্দন জাগাতে!!




No comments:

Post a Comment