জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

বাসব মণ্ডল




লং ড্রাইভ

টোল পেরোতেই
সাপ হয়ে আসা রাস্তাটা
কেমন যেন সমুদ্র হয়ে গেল

মুঠোর মধ্যে ধরে রাখা অনন্ত

যেন ফুঁ এর মত
নিঃস্ব হয়ে গেল

সামনে নীল আকাশ

আর দুধারে
সূর্যমুখীর ঢেউ
:
মোবাইল বেজে উঠতেই
মা ওপার থেকে বললেন
'বাবু,কাল তোর বাবার
বাৎস‍রিক'




ঘুমঘোর


স্বপ্নে আমি অঙ্ক ক‍রি
হিসেবী দাঁতের কামড়ে
ছাড়িয়ে ফেলি 
লাভক্ষতির জটিল সমীকরণ

আর ঘুম ভাঙলেই

চিৎকার ক‍রে বলে উঠি-

"জারজ ভ্রূণের ঠিকানাহীন আশ্রয়ে 

আমি হারিয়ে যাব
স্বেচ্ছায়....."





No comments:

Post a Comment