জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

তৈমুর খান


                  


হুল্লোড়
              
সমস্ত হুল্লোড়ের ভেতর
                      গান হারিয়ে যাচ্ছে
                         আমরা চিৎকার নিয়ে বাড়ি ফিরছি রোজ




  কাঙাল
           
এত গোলাপ ফুটছে
        কিন্তু সুগন্ধ কোথায় গেল  ?
                রামকৃষ্ণ রক্তজবার বনে
                           আমরা কাঙাল শাজাহান




  অসময়
              
সময়ের কোলে এসে অসময় ঘুমিয়ে পড়েছে
                 বারান্দায় পায়চারি করে কাল্পনিক চাঁদ
                       ভোর হবে , ভোর হবে বলছে সবাই
                               ভোর তো দ্যাখেনি কেউ , দিনকেও ভেবেছে রাত




  জ্বর
                        
তোমাকেও নতুন মনে হল
আর মনে হল খুবই নরম
     ভালোবাসতে এসে ভিজে গেলাম
                         এখন বুঝতে পারি জ্বর, জ্বরের কাঁপুনি






No comments:

Post a Comment