জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

সুকান্ত ঘোষাল


ব্রন


কুকর্মে সহায়তা করেছিলাম হয়তো
ঘন্টাধ্বনিগুলো চিহ্নিত করার সময় বুঝতে
পারি - আমার প্রতিবেশী।

সম্ভ্রান্ত মহিলার পরিচারিকার, দুদিনের
পুরোনো ব্রন মুলতুবি যখন রাস্তারা
প্রশাসনিক হয়ে ওঠে - কিংবা মাঠ পেড়িয়ে
গ্রাম্যতা চলিতভাষায় ঢুকে যায়-

নিজস্ব মৈথুনে কেন প্রজাতন্ত্র ঘামিয়ে নামাও







পিজন মানে পায়রা


আমার মতো দেখতে একটি লোক
প্রায়ই চোখে পড়ে এ পথে।
#
গড়িয়ে যাওয়া জল বাজনার সাথে 
তুলনা করি।অথচ ঢেউ নিয়ে তার 
কোন অভিমত নেই।
#
পাশের সিটে বসলে আমার সমস্ত 
লোহা হয় রক্তগামী।খুলি থেকে উড়ে যায়
বাতাসিয়া লুপ।আর গোটা জ্ঞ থেকে বেড়িয়ে
আসে জ...ঞ।
#
যেমন পিজন মানে পায়রা আর
রোমাঞ্চকর বর্ণনার শেষে আমরা চাপা দিই
ঢালু দিক।





No comments:

Post a Comment