জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

কুমারেশ তেওয়ারী




আর্কাইভ

একটা তিমিরকান্তি আর্কাইভের ভেতরে
মৃত সংবহন নিয়ে পড়ে থাকে হ্রেষাধ্বনি 
পায়রাগুচ্ছের দুরন্ত উড়াণ ও ভাগ্যলিপি 

শ্যামবন্দরে যে জলযানটি রাধা গেয়েছিল
একদিন তুমুল আবর্ত নিয়ে
তারও ভাঙা মাস্তুলে জড়ানো দুর্বিনযন্ত্রটি
এখন পান করে আর্কাইভের ভাঙা অন্ধকার

শুধু পার্সোনাল হটস্পট চালু রেখে
একটি মৃদু মৌমাছি গুঞ্জনধ্বনি নিয়ে
আবিশ্ব ভ্রমণ করে অনাদিবেলায়
মৌচাক থেকে গলে গলে পড়ে
অসম্ভব প্রিয় মধুমহিমা






যোজনগন্ধ্যা

যে যোজনগন্ধার নিয়ে কিছু গল্প ছড়িয়েছিটিয়ে আছে পুরাণের পাতায় পাতায়,তার কি কোনো গোয়ালঘর ছিল অথবা হ্যারিকেনের আলো?

আমাদের উচ্চকন্ঠ ভণিতাবিহীন কুঞ্জপথ এঁকে বসে থাকি। শ্রীরাধিকার নুপুর যাবে ওই পথে ভেবে চন্দ্রাহত হই। 

আমরা তো সহজসরল তাই সদানন্দের ভেতরেই খুঁজি পেঁয়াজকলির গান। মাংসের প্রতি রাখিনা কোনো নক্ষত্র উপচানো  টান । বরঞ্চ কালীর মধ্যে বিনির্মাণ দেখে আমরা কলতলায় গল্প জুড়ে যে রমণীরা তাদের কথা শুনে অমাবস্যা থেকে  ক্রমশ এগিয়ে যায় পূর্ণিমার দিকে।  ছিন্নমস্তার রূপের ভেতরে খুঁজে পাই নির্মাণের অনন্ত নন্দন। 

অতঃপর যোজনগন্ধার হাতে ম্যাচিশ ধরিয়ে বলি, ওখানে জমা আছে যে শুকনো পাতা আগুন পোহাও।






No comments:

Post a Comment