জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

উদিত শর্মা


বন্ধ দরজার কাছে 
নিজের হাতেই এ বন্ধ দুয়ার খুলেছি কতো
প্রেক্ষিত দৃষ্টির কাছে সে ছিলো উন্নত বিবস্বান
সময় তার প্রামাণ্য উচ্চতা নিয়ে চলে গেছে
এখন এ দরজার কাছে নত মস্তকে প্রবেশ করতে হয়।

কোন জলোচ্ছ্বাসে নুন-দাগ ফেলে রেখে গেছ ,
সভ্যতার শ্লীলতার গায়ে -----
কেন নষ্ট উঠোনে দাঁড়িয়ে বারবার শোনাও
ফুটো চৌবাচ্চার কাহিনী

তীব্র রোদের তাপে প্রুষ্ট স্পাইনাল কর্ড ভেঙে
বেরিয়ে আসে অনিঃশেষ পিঠ
আবেগের প্রলম্বিত ফোঁটা নিয়ে
ভেতরের চারাগাছ গুলো নড়ে ওঠে ----

আজ তবে এসো বুকে বুক ঘসে
শুদ্ধ হওয়ার চেষ্টা করি ,
নতুন মুদ্রায় তুলে আনি
নখাগ্রে জমা রাখা প্রাথমিক উচ্চতা। 





No comments:

Post a Comment