জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

শংকর দেবনাথ

   


প্রেতাত্মা

তোমার স্নানের দৃশ্য একদিন দেখেছিল
বামাচারী কাক-

সেই থেকে ফ্রয়েডীয় স্বপ্ন দেখে
প্রত্যহ সে স্নানের সময়
কা কা করে
আর তার প্রেতাত্মা তোমার মাথায় বসে
ডানা ঝাপটায়

তুমি ভারতীয় কাক-চরিত্রে বিশ্বাস করে
স্নানঘরে ঢোকো

তারপর ---
আমি হাত ধরি---

মরে যেতে যেতে ভালবাসা বেঁচে ওঠে







দূরত্ব

ময়নাতদন্ত করে নেওয়া ভাল
আত্মহননের আগে

শিরার মধ্যে কতটুকু বিষ-
কতটুকু রক্ত- ঘাম আর
কতটুকু নিকোটিন

ফরেন্সিক পরীক্ষায় বুঝে নেওয়া ভাল
অভিকর্ষ টান-
ত্বরণের আবেগ ও অভিমান কত-

প্রেম আর পালঙ্কের মাঝখানে
কতটুকু জ্যামিতি জীবিত

তোমার আমার মাঝে যেটুকু দূরত্ব
অনায়াসে হাত ধরা যায়




No comments:

Post a Comment