জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

রণজিত্ পাণ্ডে


   তুচ্ছতার  জ্যান্ত   অনুভূতি


কী কৌশলে কিক্ করলে বল পৌঁছে দিতে পারি 
              এটাই যখন ভাবছিলাম-
তখন একটি পোকা আমার সম্বিৎ ফেরাল 
      এবং দুটি চোখের যে সৃষ্টি রহস্য 
                   তার দরজা দেখতে পেলাম 


তাই নিজ বাড়ির সামনেটা ঝাঁট দিতে 
   আমি কোনো দর্শন খুঁজি নাকো 
অথচ দিনকে জ্যান্ত রাখতে ব্যর্থবীজই সজাগ থাকে 


উচ্চ-শিক্ষার মাদুলি মেখে যেভাবে
             ইঁট-গাঁথা সফলতা ভেঙে যায়
   সেভাবেই বগলদাবা মিছিলের উল্লাসে
                          পশুরাও হাসে
কারণ বয়স পূর্ণ হলেও লালসার মৃত্যু নেই 





  মনুষ্যত্ব মাপের ল্যাবরেটরি


লক্ষ্যে পৌঁছতে  যেমন তেলের প্রয়োগ                               ও সঙ্গে 
         টেপার কৌশল জানা জরুরি
  তেমনি রাজনীতির  স্তন থেকে যা খাচ্ছি
                   তা দুধ নাকি বর্জ্য
         তার ল্যাব টেস্টও  আবশ্যক হয়ে পড়ে


দাঁতের যন্ত্রণায় যখন কান ব্যথা করে
       তখন সম্পর্ক নিয়েও কোনো প্রশ্ন থাকে না

তাই ন্যাংটো হবার পর আরও বেশি নগ্ন হওয়া যায় কিনা
তারই চেষ্টায় গুহ্য শুঁকে শুঁকে হাঁটছি

   আর যে কাঁটাঝোপে ওরা নিজের অন্তর্বাসটিকে 
           পতাকা বলে ঝুলিয়ে দিয়েছিল -
সেটাই যদি গণতন্ত্রের  আত্মহত্যা হয়
           তবে  সেই বাঁকটাই দুর্ভাগ্যের ল্যাবরেটরি
      এবং
        যাতে মনুষ্যত্ব কত তলানিতে নামতে পারে
                      তারই আর্তি শোনা যায় 






              

No comments:

Post a Comment