জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

দেবাশিষ কোনার




সাধন

কতটা মেনে নেব,কতটা সহ্য করব,কতটা উদার হব
তোমরা বেছে বেছে আমাকেই কেন শ্মশানের দিকে ঠেলে দাও !

আমি আর মা - এই দুজনই তো একা,আর কেউ নেই আমাদের
দেখ বেঁচে আছি পুতুল খেলার মতো,মরে যেতে নেই বলেই
দেওয়লে ঝুলে আছেন বাবা,স্মৃতির চশমা ধূসর হয়ে হতে
এখন প্রায় অস্তিত্বহীন এক জলছবি ঘরের ভেতর কাঁচ 

গিলে করা পাঞ্জাবি আর ভাঙা সাইকেল নিয়ে পথে নেমেছি
সাধন মার্গের দিকে পা বাড়িয়ে ভাবছি,বাবা কি চাইতেন ?
তাই আমার আর ধম্মকম্ম করা হল না।তিনি এসে দাঁড়ান
আমার সামনে পিছনে সর্বত্র। আমি কিছু করতে পারি না ।

আমি কিছু ভাবতে গেলেই তিনি আমাকে ডুবিয়ে দেন ভাবে
যে ঘরে শুধু মানুষ- আদিম মানুষ ঘুরে বেড়ায় হাঁটে - - -




চাঁদের দিকে 

সময় ঘাড় ঘুরিয়ে দেখে নেয় বসন্তের বাতাস 
তারে তারে ফিসফাস দোল
সাথে অন্যমাদল ও খোল
এখন চাঁদের দিকে ধাবমান মেঘ
সূর্যকথা বলে বলে ঘুম থেকে তুলে
কাজের সমুদ্রে নিক্ষেপ - - -
কারো কোনও ভূক্ষেপ নেই
ঝড়ের দাপটে  উড়ে যায় চাল
টালমাটাল পদক্ষেপে বয়স্ক মানুষ, -
এসে হাজির । সেও যাবে ।
চাঁদের দিকে  তাকিয়ে আছে আমার মা।





No comments:

Post a Comment