জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

আশিস চৌধুরী


           
খেলার কথা


বন্ধুরা ডিউজ বলে ক্রিকেট খেলতো বলে
দু’একবার খেলতে নেমেও
ওই ডিউজ বলের ভয়ে আর খেলা হয়ে ওঠেনি
পরে যখন তারা ক্যাম্বিস বলে খেলতে শুরু করলো
তখন আমার মন ক্রিকেট থেকে সরে গেছে
ভলিবলটাও  ঠিকমত খেলে উঠতে পারিনি নানাকারণে
শুধু ফুটবলটা মন দিয়ে খেলেছি বেশ কিছুদিন
বিদেশ বোসের মত বল নিয়ে দ্রুত দৌড়তে পারতাম
নাগাল পেত না বিপক্ষ দলের খেলোয়াড়রা
তারপর জীবিকার দায়ে
ফুটবলটাও আর খেলা হয়ে ওঠেনি

এরপর যা হয় এত বড় খেলার মাঠে
নাস্তানাবুদ হতে হতে আর খেলতে পারলাম না
আমি এখন গ্যালারিতে বসে সকলের খেলা দেখি
আর মাঝে মাঝে মাঝে হাততালি দিয়ে উঠি।



বসন্ত এসে গেছে

 বসন্ত এসে গেছে বলে
      সুমিষ্ট সুরে যতই গান হোক না কেন
      ‘ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত’
      এটিই  সার কথা
      এই সারকথাটিকে অসাড় ক্রার জন্যই
      প্রকৃতিতে এত আয়োজন
      আমাদের যত হুল্লোড়পনা
      বনে বাগ থাকলেও বসন্ত থাকে না
      সে থাকে এই মনে

      যে মন সিরিয়ায় চলে যায়
      তার কাছে ফিকে হয়ে যায়
      বসন্তের সব আয়োজন
সে শুধু পাগলের মত বিড়বিড় করে
এত রক্তপাত কেন?কেন রঙ না মাখিয়ে
রক্ত মাখানো হচ্ছে ওইসব ফুলেদের গায়ে?






No comments:

Post a Comment