জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

তপন মণ্ডল অলফণি



চুমু 


নাস্তিক পৃথিবীতে শরীর খেলা এক সার্কাস
রাত বাড়তে থাকলেই চৌরাস্তা বাঁধ ভাঙা নদী
প্রেম সরে সরে যাচ্ছে
যোণি
লিঙ্গ

#
মেয়েটা হেসে গড়িয়ে পড়েলেই
পুরুষের দাঁত কিড়মিড় করে
তার আগে একটা ভিজে বেড়াল
শুয়ে থাকে ট্রাফিক সিগন্যালে

#
চুমুরা ইদানিং লালাময়ী হয়ে যাচ্ছে
গাছের তলার ছায়ায়
কিংবা নাইটল্যাম্পে






প্রাণায়াম 


নিঃস্বতা বাড়ছে নিয়ম করে
মা জোরে জোরে শ্বাস নাও
                প্রাণায়াম
বাতাস শূন্য হতে আর
মাত্র কিছুটা সময় বাকি

#
ডাক্তার বলেছে সকালের প্রাণায়ামে
তোমার হৃৎপিণ্ডের রোগ ভালো হবে
                        বাতাসে বিষ
মা, ডাক্তার কী বলেছে
প্রাণায়ামে নাকের অলিন্দ নিলয় ফ্যাক্টর

#
বাতাস বিষাক্ত হচ্ছে
মা প্রাণায়ামটা সেরে নাও
তোমার হৃৎপিণ্ড রোগের প্রাণায়ামই সম্বল







No comments:

Post a Comment