জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

সুশীল হাটুই


নো কিস মিস্ মিস্ কিসমিস


কমলা রঙের দরজা খুলে কিশোর-শশা
আপেলের বেডরুমে পৌঁছে গেল। সেই কথা
হাওয়া স্প্রে করে দিতেই আঙুরবালিকার
ডানায় জ্বলে উঠল আগুন। 
#
ভিতু শশার ভয় হচ্ছে। এখন যদি হতাশায়
বেদানার দানাগুলি নীল হয়ে যায়, তাহলে
ঠিক সমুদ্রের নীচে রম্ভা নামে ঝিনুকটির
পেটে মুক্তোর বদলে চর্যাপদ জন্মাবে।
#
নাশপাতি চর্যাপদ পড়তে পারে না। স্ট্রবেরি
চর্যাপদ অনুবাদ করে লিচুকে শোনালেই
সে আনন্দে বাতাসে চুমু ওড়াবে।
#
সেই চুমু লুফতে যখনই কিসমিস দৌড়বে,
ঠিক তখনই ডাঁসা-পেয়ারা চিৎকার করবে,
নো কিস মিস্ মিস্ কিসমিস।




No comments:

Post a Comment