জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

সমীরন চক্রবর্ত্তী


পথের কোনো ঘর থাকে না

কাল সারারাত মেঘেদের শ্বাসকষ্ট দেখেছি
নাগরিক আকাশে,
চাঁদে ওঠার সিঁড়িটাও ফেলে এসেছি
রাহুর বাস্তু-ভিটেয়।
হেঁটে আশা সমস্ত রাস্তাই
সাপের চেয়েও শীতল মনে হয়।

আজ যেখানে দাঁঁড়িয়ে আছি
তার ঠিক এক পা পেছনেই হীরের হাতছানি
আর সামনে সাপের ভয়াল জ্বালামুখ!
তবুও, আর একটি পাও পেছনে ফেলবো না।

রাস্তার কোনো ঘর থাকে না
সামনে আনেক পথ বাকি,
তাই আবারো বলছি,
হ্যাঁ ঠিকই শুনেছো-
আর একটি পা ও পেছনে নয়...।








No comments:

Post a Comment