জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

পূর্বরাগের পরে আছি , নিশীথ ভাস্কর পাল

দীপ্তি চক্রবর্তী


"ভালোবাসতে বাসতে যেখানে শেষ করেছি
সবুজ মাঠ নীল আকাশ , চক্রবাল
যেখানে রয়েছে এক বুভুক্ষু শুন্যতা..."

            এক সুন্দর বিষাদগাথার মধ্য দিয়ে শুরু হয়েছে কবি নিশীথ ভাস্কর পাল এর কাব্যগ্রন্থ "পূর্বরাগের পরে আছি"।

           প্রথম কবিতার শূন্যতাকে আরো গভীর করে এগিয়েছে পরের দুটি কবিতা 'আলো' ও 'উপড়ে ফেলেছি বিষবৃক্ষ'।

      "সিগারেটের নিকোটিনের হাতে হাত ধরে
        পুড়িয়ে শেষ করেছি আমাদের শাসক অতীত
        দাদু তুমি দেখেছো কি?"

অতীতের দিকে তাকাতে গিয়ে বিষাদের গভীরে যত চলতে থাকি ততই এক অমোঘ আকর্ষণ পরের কবিতার। যেখানে কবির কলমে উঠেছে দার্শনিক চিন্তা।

      " প্রেম থেকে বিয়ে- একটি রিভিউ

"তোমার জন্য সবুজ রঙের মধ্যবিত্ত টেনশন
সকল সময় চলছে বয়ে মৃদু স্রোতটান
অনেক অঙ্ক অনেক হিসাব অনেক ঘোলাজল
কিছুতেই হয় না শেষ ঘাম যেন নেতা বক্তৃতা হল"

কোথাও উঠে এসেছে তীব্র প্রতিযোগিতার প্রতিচ্ছবি ও শ্লেষ পূর্ণ ভাবনার প্রকাশ

" এঁকে যাও বাবা ছেড়ো না জায়গা এক ইঞ্চি
হলেও হতে পারো লিওনার্দো দ্য ভিঞ্চি
সময় পেলেই সার্ফ করো নেট
শচীনের ড্রাইভ দেখো করো নাকো লেট"

উঠে এসেছে প্রকৃতির সাথে একাত্ম ভালোবাসা 

" তোর জন্মদিনে শুভেচ্ছার খাম ভর্তি মৌসুমী বায়ু পাঠালাম
শরতের স্কুল পালানো রোদ তোর বারান্দায় আড্ডায় ব্যস্ত"

সবশেষে কবিতায় বৃষ্টির ছবি কলমের নিপুন আঁচড়ে তুলির টান টেনেছেন কবি

"কিউমুলো নিম্বাস মেঘ আর মুষলধারে বৃষ্টি যদি সহবাসে
তবে বৃষ্টি কোনো আটপৌরে মেঘের ঝরে পড়া।"

কবিতা পাক্ষিক থেকে ২০০৬সালে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন এন্টনি গাউদি।যা  বইটিকে এক অনন্য সামঞ্জস্যপূর্ণ উপমা দান করেছে। বইটির দাম করা হয়েছে মাত্র ২০ টাকা । 
                                 


No comments:

Post a Comment