জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

নিশীথভাস্কর পাল



লুকানো কান্না


অনেক দিন কাঁদতে পারিনি, মেঘভাঙা বৃষ্টি হয়নি চোখের জল

অনুভূতিগুলো কেউ যেন ইস্ত্রি করে যত্নে তুলে রেখেছে কাঠের আলমারিতে।

জন্মের পর যে হাপুস কেঁদেছিলাম সেও নাকি বেঁচে থাকার জন্য!

ছোট ছোট ব্যথা সয়ে গেছে, সয়ে গেছে পায়ে পা লাগিয়ে অকারণ ঝগড়া

বিজ্ঞাপনে চোখ রেখে এখন মুচকি হাসি শেখার ক্লাসে রাজনীতি শিখছি

মাটি খুড়ে জল নয় সেই ঝরে পড়া বৃষ্টি চাইছে ফুটিফাটা মন

আমার পা দুটো ধরে উপুড় করে পিঠে চিমটি দিয়ে তুমি কি কাঁদাতে পারবে ?

আমি যে বাঁচতে চাই, দাঁড়াতে চাই তোমার মুখোমুখি কান্না না লুকিয়ে !


ধান্দা


ভিক্ষার খালি ঝুলি নিয়ে গান গেয়ে ঘরে ফেরে এডিস

অভুক্ত তার বেঁচে থাকতে, বংশ বিস্তারে রক্ত চায়

ওডমসের সাথে জেতার শেষ চেষ্টা করতে ব্যাস্ত সে

অথচ ভাইরাস চুপচাপ বসে আছে যেন খেলোয়াড় রেফারি

যারা এসব নিয়ে ভেবে ভেবে দিনপাতে ব্যস্ত তাদের কেউ কেউ

মানুষ মশার এই  অসম যুদ্ধে  জেতার ধান্দাও জারি রেখেছে!








No comments:

Post a Comment