জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

অভিজিৎ দাসকর্মকার


বর্তমান


বহু বছর আগে জন্মে বয়স বাড়তে বাড়তে ছোট হচ্ছি ক্রমশ।

নিমা রোজ ফেনায় ফু দিয়ে আকাশে কে কত বেশি বেলুন উড়িয়েছি।

কান্না পেলে লিউনিস্কির কোলে ইনহেলারে দীর্ঘ নর্মদাশ্বাস নিই।

বিনুনি বাঁধা পরোপটি কিশোরীরা কি ধর্ষিতা হয়েছে?

দেখা নেই যারা চলে গেছে হিরোশিমা প্রান্তে পিঠ চাপড়ে বলি বেঁচে গেছিস।

ছোট হতে হতে বিদ্যাবালান ছবির তলায় দাঁড়িয়ে বলি কত কাহিনি পড়া হয় নি এখনো।




No comments:

Post a Comment