জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

রুমা ঢ্যাং অধিকারী




দিনান্ত

১)

অতিথি দুয়ারে এলে জলের কাছে গ্রন্থ খুলে বসেছিলাম
ঠোকাঠুকি খায় অনুচ্চারিত বর্ণগুচ্ছ 
তার শব্দে ঝঙ্কার ধ্বনিত হলে
         প্রিয়জনবার্তায় আমি জেগে আছি পদ্মাসনে
এইসমস্ত কথা বৃহত্তর অর্থে জট পাকিয়ে পাকিয়ে 
                    পাহাড় থেকে নেমে আসছে ঢেউয়ের উচ্ছাস
আর এইভাবেই প্রতিদিন থ এর পাঠ শুরু করি 
যদিও কুমিরের জলে পা আমার পিছলে যায় 
      অথচ বাইরের বসন্ত খুলে দিচ্ছে হাওয়া-অফিস
তবুও পর্দা যখন উড়ে আসে - 
সময়ে সময়ে
আমি তখন ফাঁসির বিকল্প খুঁজে নিই

২২/০২/২০১৮
রাত ০১ টা 


২)   

অতঃপর যন্ত্রণা থেকে ককিয়ে ওঠা আকুতির কাছে 
                               মৃতসম্পর্কের  কোন দেয়াল থাকে না 
কেবল পেটচিড়ে অস্ফূট হতে থাকে নির্ভরতা
কর্ম থেকে সরে গিয়ে
            বিছানা আঠালো হয়ে ওঠে 
আর ব্যথার মধ্যেও 
      রমনীয় সময়কে আমি শূন্যে ঝুলতে দেখছি

২৩/০২/২০১৮ 
রাত ৮.২০


৩)

কমলালেবু ঠিকমতো আওড়াতে না আওড়াতে 
                                শীতের মৃত্যুপথ এগিয়ে এল
আঙুরের থোকায় স্লিপ খেয়ে
      আরেকবার ঠান্ডা বাতাস পাঠ করে চলেছে 
                                                             শেষ পঙক্তি 
মাছের আঁশের মতো পরপর সাজালে দেখি 
             ঘোড়ার পিঠে উঠে বসেছে গ্রীষ্মকাল
প্রথমাংশ নিয়ে আমি বৃক্ষের দিকে হেঁটে চলেছি
                                                         অনন্তরূপে

২৩/০২/২০১৮
রাত ১০.০৬


৪)

 ওষুধের স্ট্রিপ ছিঁড়ে গড়িয়ে যাচ্ছে সকাল 
                                          পার্থিবভাবে 
দীর্ঘজীবনের যে সূচের সাক্ষর নিয়েছিলাম
তার পিঠ বেঁকানো, আর
     মোটের ওপর বৃদ্ধি হচ্ছে সেলাইমেসিনের ভার 

ভাঙা ভাঙা ঘুমে পরখ করে দেখছি
শহরের কোলে হাওয়া দুলিয়ে দুলিয়ে 
          কারা যেন  আমায় বনের পথে নিয়ে গেল

উপস্থিত সকলেই আসলে জালের খরিদদার 

২৪/০২/২০১৮
রাত - ৮.৫৪



  • ছবি ঋণঃ-- ইন্টারনেট  


No comments:

Post a Comment