জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

তাপসকিরণ রায়



এই লাল রঙ


তবু ভালবাসতে পারি

অগাধ জাগার মাঝে অতীতকে ছাড়িয়ে এসে
আবার জন্ম নিচ্ছে
ফুল পাখির দৃশ্যান্তর মন ছুঁয়ে আছে
তার স্মৃতির মাঝে উড়ে আসছে সেই চিন-অচিন পাখি।

অবরুদ্ধ বুকের মাঝে
আমার পুনর্বাসন দেখি, ফুরিয়ে আসা সব কিছুর মাঝে
এখনও বিসর্জিত ফুল, তার রঙ হারায়নি।
দুর্বার হারিয়ে যাবার মধ্যেও আমি জানি আমি জেগে আছি।
জীবনের না ভাবার কথাগুলি এখন ভাবি
পাখির পালক আঁটা কলমের কথা মনে পড়ে কবির
এতদিন সে যা লিখেছে কলম ও কাগজহীন
ভাবনাগুলিতেও চমৎকার কিছু কথা ছিল
সে স্মৃতি তো সময় উড়িয়ে নেয়, সে সত্য তো সময় বুঝে নেয়।  

তুমি বুঝবে না বৃদ্ধের কথা
সময় ও নিয়ম তোমায় নতুন ঘিরেছে জানি
কি ভাবে একটি পরিপাটি ফুল তোমার হাতে এলো তুমি তা জানো না
প্রত্যাখ্যাত হল সে, অথচ বৃন্ত কাঁটায় ছিন্ন হল হাত তোমার
তার রক্তেই তুমি চিনে নিলে একজন
আমার ভেতর দেখিনি, তাই বুঝি ভালবাসা ফিরে গেল
তোমার দুরন্তপনায় চেয়ে ছিলাম, এমনি ছিনিয়ে নেবে সবকিছু
কিছুটা উন্মাদের মত আমার শরীরও বুঝি প্রত্যাখ্যান ভালবাসে।
নিরস বুঝি জ্বলে যায় তাড়াতাড়ি, তোমার ধুপ ধোঁয়ায় আমি ফুরিয়ে যাচ্ছি
আবার চিনে নিতে ইচ্ছে হয়
সেই রস ও রঙ
বিবর্তন ও বিবর্ণতার মাঝে তবু তুমি ঝুলিয়ে রেখেছ এই লাল রঙ।








No comments:

Post a Comment