জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

শান্তনু পাত্র


ইউরেকা
          

শিরদাঁড়া উলম্ব হলে
মানুষ জেগে ওঠে।
গোলকের উপর
প্রতিটি পদক্ষেপই সুউচ্চ।

রূপের নরম শরীরে
গভীর ডুব দিলে
পেতে পারো কোমল পেশি
বা নগ্ন কঠিন কঙ্কাল।

মহাসাগরে ঝাঁপ দিই,
বিপ্রতীপ কোণে কোণে
খুঁজে আনি রত্নাবলি,
চিৎকার করে ভেসে উঠি--
              ইউরেকা
                          ইউরেকা।







মাৎস্যন্যায়


মরা ধ্বনিবিপর্যয়ে রাম হলে
ডিমপোনা মাছ হয়ে যায়
আয় আরো ঘনঘন থাকি
বারুদ হয়ে ঢুকে পড়ি পেটে
আচমকা ফেটে যাই
মাৎস্যন্যায় ধুয়ে মুছে সাফ।





No comments:

Post a Comment