জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

অসীম মালিক




প্রজাপতি হয়ে ফিরে এসো 


            
তোমার চোখে ফুলগাছ লাগিয়ে 
ফুল হয়ে ফুটতে চেয়েছি । 
আমার কোনও আকাশ ছিল না , 
ওড়ার কোনও বাতাস ছিল না । 
একমাত্র তোমার চোখের মাটি ছাড়া 
আমার শিকড় আগলে রাখার 
তেমন কোনও অহংকার ছিল না 
                   যা আজও নেই । 

মা বলেছিল , খোকা চারিদিকে এত বৃষবৃক্ষ দেখি 
ভালোবাসার গাছ দেখিনা কেন ? 
যদি বাঁচতে চাস ---খোকা , গাছ লাগা 
                          একটি ভালোবাসার গাছ । 
একদিন , নিশ্চয়ই তোর ভালোবাসা 
একগুচ্ছ ফুল হয়ে ফুটবে । 

মায়ের কথামত ভালোবাসার গাছ লাগাতে 
উপযুক্ত মাটি খুঁজতে গিয়ে ক্লান্ত , অবসন্ন হয়ে 
নিজেই নির্দয় পাহাড়ের বুকে 
একটি রুক্ষসুক্ষ গাছ হয়ে দাঁড়িয়েছি । 
                 ফুল হয়ে ফুটতে পারিনি । 
প্রথম যেদিন তোমার চোখে চোখ রেখেছিলাম 
প্রথম দেখাতেই আমি খুঁজে পেয়েছিলাম 
তোমার পটলচেরা চোখের গহনে 
           আমার শিকড় ছড়ানোর 
                                     উর্বর পলিমাটি । 

তোমার চোখে ফুলগাছ লাগিয়ে 
ফুল হয়ে ফুটতে চেয়েছি । 
নিমগ্ন হয়ে কচিপাতা খাচ্ছিল যে শুঁয়োপোকা 
তোমার চোখের কাননে তাদের 
                       উষ্ণ আমন্ত্রণ জানিয়েছি । 
আমার ভালোবাসা যেদিন ফুল হয়ে ফুটবে 
              তোমরা প্রজাতি হয়ে ফিরে এসো । 








No comments:

Post a Comment