জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

অভিষেক মিত্র


টিআরপি

শ্রীদেবি মরে গেলেন।
দেখলাম ফেসবুকে সবাই দুঃখ প্রকাশ করছে,
তাই আমিও করলাম।
যদিও ওনার বিশেষ কোন ছবি আমি দেখিনি,
তাও করলাম।

দুপুরে স্টার আনন্দ চালিয়ে দেখি,
জনা সাতেক লোক ঝগড়া করছে, আর
সেটা তারিয়ে তারিয়ে উপভোগ করছেন আমার স্ত্রী।
এখানেও সেই শ্রীদেবি।
“খুন না আত্মহত্যা?”
(নাকি অত্যাধিক মদ খাওয়ার ফলে বাথটবে মৃত্যু?)
দেখলাম ‘খুন’-এর দিকেই পাল্লা ভারি। সাতের মধ্যে পাঁচ বলল, “খুন।”
খুন না হলে যে টিআরপি বাড়বে না। হতেই হবে খুন।
তাই, আমিও সমর্থন করলাম, এটা খুন-ই।

সম্পাদকের ঘরের দরজাটা প্রায় নাড়িয়ে দিয়ে ছেলেটা ঢুকে বলল,
“আবার বোম স্যার, এবার স্কুলে, বাচ্চাগুলো সব...”
সম্পাদক মহাশয় বললেন, “থাম তো, এসব আবার খবর নাকি?
এই সিরিয়া দেখালে বাংলার দর্শক দেখবে?
শালা, সাত ভাই চম্পা দেখা পার্টি।
তাও যদি বলতিস তৈমুরের পায়খানা টায়খানা হয়েছে তাও হত।
আর শোন, যাওয়ার আগে সুমনকে বল
শো-এর মাঝে ওই মিস্টার ইন্ডিয়ার
গানটা ঢুকিয়ে দিতে।
“হাওয়া হাওয়াই?”
“ধুর না, না আরে ওই যে বৃষ্টিতে নাচবে না, ভিজে সাড়ি, উফ!”




No comments:

Post a Comment