জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

সুপ্রভাত দত্ত


                    
       সেলাই 
হতাশ সময়! শূন্যে রাখে জিভ।
বৃষ্টিগুলো রক্ত হয়ে ঝড়ে,
আকাশ ভাঙে কোন সে পুকুর জলে,,,
ছায়ারা আজ কাঁদে পুকুর পাড়ে।

চূর্ণ দেওয়াল! গন্ধ লেগে গায়ের, 
চোখের ভিতর ধূর্ত একটি তারা
হাতের মুঠোই স্পন্দনকে ধরি
অন্ধকারে হাতছানি দেয় কারা?

পিচ রাস্তায়  কাঁদে বাউল মন
লাল মাটিটা চৌচির হয় ভিড়ে।
একটি ছুঁচ একটি সুতোই জানে,
মিলন আসে সেলাই গভীরে।





No comments:

Post a Comment