জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

রাহুল প্রামানিক



হালটানো কথা
                   
রোগটা আসলে কোথা্য় সেটা অন্বেষন করতে গিয়ে সব গেল
বাহিরে হলে কোন সমস্যা ছিল না, কিন্তু সবটাই রয়েছে
অন্তস্থলের ঠিকানা গুলি অজানা নয়, তবু হালটাতে থাকি
আশা শেষ পর্যন্ত ছিল

বুক ধড়পড় ব্যমোটা সময়ে অসময়ে আর্তনাদ করে
কেন করে তা বলাও মুশকিল
জেনে না জানার ভান করা ঊচিত হয় নি

লোনা জলে মাছ ধরা কম কষ্টের নয়
তখন বোঝা ঊচিত ছিল সমুদ্র বেগতিক

আমার নির্জনতা খুব সহজে আসে না
গুঞ্জন গহনে অভিযান চালাতে হয়; তা করেও ছিলাম
ইচ্ছেটুকু নিত্যসহচরী হয়ে পাশে ছিল সর্বদা
আর থাকবে না কেন ও তো আমার দ্বিতীয়া
শুধু ঊপস্বর্গ হয়ে পাশে পাশে থাকে…






No comments:

Post a Comment