জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

সুবীর কাস্মীর পেরেরা



অদৃশ্য হাত



দ্বিপ্রহরে আচমকা বন্ধ হয়ে গেছে সব,
ঘড়ির কাঁটার দেহ নিষ্প্রাণ,
কুপি বাতির শীষে নিঃশ্বাসের শেষ আর্তনাদ,
ঘুড়িটা বিচ্ছিন্ন লাটাইয়ে নিরুদ্দেশ,
নায়েগ্রার জলপ্রপাতে খণ্ডিত বরফে 
জমে থাকে কষ্টের বসবাস। 
জল পড়ে না, পাতাও নড়ে না;
ভারী নিঃশ্বাসে চাপা কষ্টের দেয়ালে 
বেদনার শেওলা করে বাস। 
ক্রুশীয় যন্ত্রণা নয়, মনুষ্যত্বের ভিতরে 
অমরত্ব লাভের প্রত্যাশায় লোভিজনে
চিতার কড়িকাঠে পোড়ায় আহত পাখিকে!
এরপরেও আশা জাগে-
একটি দিনের ভৈরবী রাগে।

গেৎশিমানী বাগানে বসন্তের আহ্বান,

পাথরের গায়ে পাথর শুস্কতা গড়েছে বাসর,
নিরাশা নয়, আশার আলোয় পাথরের বুকে
জন্ম নেয় পাথরকুচি, 
অদৃশ্য এক শক্তি বলে,
'আমি নিয়েছি যতনে হাতের তালুতে
তোমায় আপন করে।'




No comments:

Post a Comment