জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

অতনু মানী



হিমপ্রাচীর


ভৌতপরিবর্তন দেখি রোজ তোমার বাকযন্ত্রে আর
পুকুরপাড়ের কলাগাছ খেয়াল রাখে বিভাজিকায়
কাপড় ধোয়া ভরবেগের ডাকে
নেমে আসতে চায় প্রতিটা ঈশ্বরকণা, তবু
নীল খামে স্বপ্ন সাজিয়ে রাখি কবুতরের গলায় ।
চাওয়া পাওয়ার বিভেদই যখন একমাত্র ব্যর্থতা
মনে রেখো ; বন্ধ ঘড়িও দিনে দুবার সঠিক সময় দেয়
মেঘবালিকা ঘুমিয়ে গেলেও,
মরুভূমির ধুসর প্রান্তে তৈরি হবে
নির্দিষ্ট গলনাঙ্কের হিমপ্রাচীর ।

No comments:

Post a Comment