জিরো বাউন্ডারি কবিতার পঞ্চম সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মে মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

বিকাশ দাশ



সিন্ধু এক প্রতিজ্ঞার নাম



মহেঞ্জোদড়ো  নয়

হরপ্পা  নয় 


এ দেশ  এখন  সিন্ধুর দেশ। 


সিন্ধু কোন সভ্যতার নাম নয়


সিন্ধু কোন উপত্যকার নাম নয় 


সিন্ধু কোন নদ বা সমুদ্রের নাম নয় ;


রোগা - শ্যামলা ; লম্বা - ছিপছিপে 


এক অদম্য লড়াইয়ের নাম সিন্ধু । 



যার প্রতিটি শিরায় ফুটে উঠেছে তেজ 


যার চোখে মুখে ফেটে পড়ছে -


ভারতবর্ষের গরিমা ; লড়াইয়ের প্রত্যয় ;


সিন্ধু কোন উপত্যকার নাম নয় ।




একশ কুড়ি কোটি মানুষের দেশ ভারতবর্ষ।


প্রত্যেকে আজ উঠে দাঁড়িয়েছে 


বলছে " সাব্বাশ সিন্ধু সাব্বাশ। "


কেউ দূরদর্শনের পর্দা থেকে চোখ সরাচ্ছে না  ;


সিন্ধু ; তোমার লড়াই দেখার জন্য -


ঠাকুমার কোলে জেগে বসে আছে 


রোজিনা - ক্যামেলিয়া - তিস্তা নামের মেয়েরা। 


ভারতবাসির বুক আজ ফুলে উঠছে 


চোখের কোন ঝাপসা হয়ে আসছে আবেগে। 


সিন্ধু কোন প্রাচীন সভ্যতার নাম নয় 


এক নবীন প্রত্যয় আর আবেগের নাম সিন্ধু। 



অথচ মেয়ে জন্ম পাপ মনে করে 


যে সব পিতা ভ্রূণ হত্যা করেছেন ;


পৃথিবীর আলো দেখতে দেন নি ;


অথবা জন্মের পর টুঁটি চেপে ঘুম পাড়িয়ে দিয়েছেন 


জহ্লাদের পোষাক গায়ে চাপিয়ে ঘাতক সেজেছেন  ;


সিন্ধুর এক-একটা স্ম্যাশের রিটার্ন 


তাদের গালে সপাটে থাপ্পড় হয়ে আছড়ে পড়ছে। 



এ নারীত্বের জয় সিন্ধু 


মেয়ে হয়ে জন্মানোর পাপ স্খলনের প্রায়শ্চিত্ত! 


তুমি শুধু খেলাতে জয়ী নও সিন্ধু


এ জয় নারী জাতির জয় - নারীত্বের জয়। 



সিন্ধু তুমি কি শুনতে পাচ্ছো ? 


এক বৃদ্ধা তার নাতিকে বলছে 


" আমাকে একটা সিন্ধু উপহার দিতে পারো  ;


ঘরটা আলোময় হয়ে উঠবে? "


 সিন্ধু কোন সভ্যতার নাম নয় 


জীবন জোয়ারে এক শপথের নাম সিন্ধু । 



সাগর পারে মেয়েটা লড়ছে 


অদম্য  তেজ আর অসম্ভব প্রতিজ্ঞায় 


ক্যারোলিনা মারিনকে মাটি ধরিয়ে  দিচ্ছে অনায়া কারের লড়াই 


তাই ইঞ্চিতে ইঞ্চিতে মেপে নিচ্ছ তুমি প্রতিপক্ষকে 



সিন্ধু কোন নদ নয় 


সিন্ধু কোন উপত্যকা নয় 


ভারতবর্ষের ঔদ্ধত্যের নাম সিন্ধু ।



ভারতবর্ষের আকাশ আজ স্বচ্ছ নীল 


অকাল দীপাবলিতে মেতে উঠেছে মানুষ 


বাজি পুড়ছে ; বেড়ে উঠছে আলোর রোশনাই ;


মরিয়ম দোয়া মাগছে আল্লাহর কাছে 


মন্দির - মসজিদ - গুরুদ্বারে-


জ্বলে উঠেছে আরতি - দোয়া- প্রার্থনার আলো।



পূর্ব থেকে পশ্চিম ; উত্তর থেকে দক্ষিণ



সব প্রান্তের মানুষ আজ উঠে দাঁড়িয়ে বলছে -


' সাব্বাশ সিন্ধু ; সাব্বাশ ' 


হিন্দু নয় - বৌদ্ধ নয় ; মুসলিম বা খ্রীষ্টান নয় 


এক ভারতীয় বিবেকের নাম সিন্ধু।



তোমার একবার রিটার্ন মিস হল  সে আছে দূরদর্শনের সামনে ;



চোখের পাতা পড়ছে না কারও


সমস্ত বাধা ফুৎকারে উড়িয়ে দিচ্ছ ;


বিপক্ষের সমস্ত প্রতিরোধকে


পরাভূত  করছ অনায়াসে। 


দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছ প্রতিকূলতার বিরুদ্ধে


এ লড়াই নারীত্বের লাঞ্ছনা  আর অপমানের বিরুদ্ধে লড়াই 



এ সংগ্রাম ত্যাগ ও তিতিক্ষার সংগ্রাম । 


সিন্ধু কোন দেশ নয় 


সিন্ধু কোন নদ নয় 


এক আপোসহীন সংগ্রামের নাম সিন্ধু। 



তোমাকে দেখেছি সেদিন -


কত জেদ থাকলে যুদ্ধে জেতা যায় । 


কত ত্যাগ থাকলে প্রকৃত জীবনে জয়ী হওয়া যায়। 


তোমার শিরা উপশিরায় ফেটে পড়ছে যুদ্ধ জয়ের উল্লাস। 


সেদিন দেখেছি পরাজয় না মানার অকৃপণ জেদ


দেখেছি কীভাবে ইতিহাস বদলে দিতে হয় । 


মহেঞ্জোদড়ো নয়


হরপ্পা নয়।


এ দেশ এখন সিন্ধুর দেশ। 


সিন্ধু কোন সভ্যতা নয় 


সিন্ধু কোন উপত্যকা নয় 


এক ভারতীয় স্বপ্নের নাম সিন্ধু । 


এক ভারতীয় প্রতিজ্ঞার নাম সিন্ধু 


এক ঐতিহ্যের নাম সিন্ধু। 






বি:দ্র: - কবিতাটি কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।  সকলেই আবৃত্তি করতে পারেন।  কবিতাটি করার সময় কবির নাম উল্লেখ ও আবৃত্তির জন্য অনুমতি নিতে হবে।  অন্যথায় আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।






No comments:

Post a Comment